English
  • SFC Picnic
  • Picnic2023
  • SFC Air  Good Reminder
  • SFC Air 2023
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

অফিসের বর্ণনা

সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান বাহিনী) অফিসের পরিচিতি ঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়, অর্থ বিভাগের স্মারক নং-এমএফ (ইসি-১) ডিপি-১/৮২/৪৫০/১(২৫) তারিখঃ ২৭/০৯/১৯৮২, Revised System of Financial Management for the Defence Forces-1982 এবং অর্গানাইজেশনাল সেটআপ সংক্রান্ত মার্শাল ‘ল’ কমিটির রিপোর্ট ডিসেম্বর/১৯৮২ এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্থিক ব্যবস্থাপনায় গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পূর্বের মিলিটারী একাউন্টস ডিপার্টমেন্ট (MAD)  এর স্থলে Defence Finance Department (DFD) প্রতিষ্ঠিত হয়। একই আদেশের প্রেক্ষিতে প্রতিরক্ষা অর্থ বিভাগকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।

Defence Finance Department (DFD) এর প্রধানকে Controller General Defence Finance (CGDF) নামকরণ করা হয়। বাংলাদেশ সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনীর আর্থিক কর্মকান্ডকে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সিজিডিএফ এর অধীনে বিভিন্ন এসএফসি/এফসি অফিস নামে সহযোগী অফিস গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর যাবতীয় আর্থিক কর্মকান্ড (পূর্ত কাজ ব্যতিত) এর সঠিক হিসাব সম্পাদন, অভ্যান্তরীন নিরীক্ষা বাস্তবায়ন এবং সরকারের আর্থিক বিধি বিধান সম্পর্কে পরামর্শ/নির্দেশনা দেয়ার লক্ষ্যে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান বাহিনী) কার্যালয়ের আত্মপ্রকাশ ঘটে।
সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান বাহিনী) কার্যালয়টি ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তর এর সন্নিকটে অবস্থিত। বর্তমানে এটি একটি তিন তলা বিশিষ্ট ভবন যার সম্পূর্ণ অংশ জুড়ে এ কার্যালয়ের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ