English
  • SFC Picnic
  • Picnic2023
  • SFC Air  Good Reminder
  • SFC Air 2023
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

উদ্দেশ্য ও কার্যাবলী

সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান বাহিনী) কার্যালয়ের প্রধান কাজ ঃ
১)    প্রধান কার্যালয়ের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ;
২)    বিমান বাহিনী প্রধান এর আর্থিক পরামর্শক হিসাবে কাজ করা;
৩)     বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটির অনুকূলে বাজেট বরাদ্দ সাপেক্ষে পাক্ষিক ভিত্তিতে ইমপ্রেষ্ট অগ্রিম প্রদান করা;
৪)    বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁিটর অনুকুলে  ইমপ্রেষ্ট অগ্রিমের বিপরীতে পরিশোধিত বিল/ ভাউচার সমূহের উত্তর নিরীক্ষা;
৫)    অত্র কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা (৬ষ্ঠ হতে তদুর্ধ্ব) সমমানের কর্মকর্তাগণের দ্বারা এসএসও (সুপিরিয়র সার্ভিস অফিসার) রিভিউ এর মাধ্যমে স্থানীয় নিরীক্ষার অগ্রগতি ও স্থানীয় নিরীক্ষায় উত্থাপিত আপত্তিসমুহের উপর আলোচনা ও নিস্পত্তিমূলক পরামর্শ প্রদান;
৬)    এ কার্যালয়ের অধীনস্থ এসএলএও (Superintendent local audit office) অফিস সমূহের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন;
৭) সামরিক উপযোজন হিসাব প্রস্তুতকরণে সিজিডিএফ  কার্যালয়কে বিমানবাহিনীর খরচের হিসাব মাসিক ভিত্তিতে সরবরাহ করা;
৮) এসএলএও অফিস(বিমান বাহিনী) এর মাধ্যমে লোকাল অডিট ম্যানুয়ালের নির্দেশনা মোতাবেক বিমানবাহিনীর  সকল ঘাঁটি সমূহে স্থানীয় নিরীক্ষা পরিচালনা;
৯) প্রতিরক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক পরিচালিত সংবিধিবদ্ধ নিরীক্ষা পরিচালনা ও উত্থাপিত নিরীক্ষা আপত্তি নিরসনে সহায়তা করা;
 ১০) এ কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন এসএলএওসহ স্থানীয় শাখা সমূহে কর্মকর্তা/কর্মচারীদের বদলী/পদস্থাপন;
 ১১) সরকারের প্রয়োজনীয় রাজস্ব আদায় ও সরকারী সম্পদের নিরাপত্তা বিধান;
 ১২) অফিসের অব্যবহার্য ও অপ্রচলিত অফিস সরঞ্জামাদির অকেজো ঘোষণা ও নিলামের মাধ্যমে বিক্রয়করণ ও বিক্রয়লব্ধ অর্থ সরকারী কোষাগারে জমাকরণ;
 ১৩) সময়ে সময়ে সরকার কর্তৃক জারীকৃত প্রতিটি আইন, অধ্যাদেশ, বিধি-বিধান, আদেশ সম্বলিত পত্রসমূহ     অফিস কার্যক্রমে প্রয়োগ ও কার্য নির্বাহ করা;

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ