English
  • SFC Picnic
  • Picnic2023
  • SFC Air  Good Reminder
  • SFC Air 2023
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

এসএলএ (বাশার) এর কার্যাবলী

বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক প্রস্তুতকৃত Equipment Accounts ও রসদ সমূহের উপর নিরীক্ষা পরিচালনার জন্য দিক নির্দেশনা সম্বলিত এলএও হ্যান্ডবুকের অনুচ্ছেদ-১৭ মোতাবেক এসএলএ কর্তৃক কোয়ার্টারলী নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করে তা পূর্ববর্তী কোয়ার্টারের ২য় মাসের ২০ তারিখের মধ্যে এসএফসি (বিমান বাহিনী) মহোদয়ের অনুমোদনের জন্য পেশ করতে হয়। সে অনুযায়ী এলএও হ্যান্ড বুক এর অনুচ্ছেদ-১৫ মোতাবেক বিমান বাহিনীর ঘাঁটি সমূহের নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র কোয়ার্টালী একবার অডিট করতে হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাহিলে কোয়ার্টালী নিরীক্ষার ব্যবস্থা রেখে বাৎসরিক অডিট প্লান প্রস্তুত করে এসএফসি (বিমান বাহিনী) মহোদয়ের অনুমোদন নেয়া যেতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনীর আওতায় নি¤েœবর্ণিত বেসসমূহ রহিয়াছে।

ক) বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা।         খ) বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকা।
গ) বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর, টাঙ্গাইল।     ঘ) বিমান বাহিনী সদর দপ্তর (ইউ)।         
ঙ) বিমান বাহিনী র‌্যাডার ইউনিট মৌলভীবাজার।    চ) বিমান বাহিনী র‌্যাডার ইউনিট বরিশাল।

একটি বেসের আওতায় সুষ্ঠ কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে কয়েকটি উইং থাকে। তদ্রæপ উইং এর আওতায় ইউনিট থাকে। নি¤েœ বেসের আওতায় উইং ও ঘাঁটি ইউনিটের নাম উল্লেখ করা হইল। যেমনঃ প্রশাসনিক উইং, পরিচালনা উইং, ফ্লাইং উইং, অবস্ উইং, মেইনটেনেন্স উইং ইত্যাদি। উইং এর আওতায় ইউনিটগুলোর নাম নি¤েœ উল্লেখ করা হইলঃ

১। এমটি স্কোয়াড্রন ২। সরবরাহ স্কোয়াড্রন ৩। ক্যাটারিং ফ্লাইট ৪। ২০১ এমই ইউ+ অধীনস্থ স্কোয়াড্রন ৫। মেডিকেল স্কোয়াড্রন ৬। শিক্ষা ফ্লাইট+ নিরাপত্তা স্কোয়াড্রন ৭। ফায়ার ফ্লাইট ৮। ৭১ স্কোয়াড্রন মিরপুর ৯। রক্ষনাবেক্ষণ উইং ১০। এমওডিসি ১১। জি ফ্লাইট+ সিভিল এডমিন ১২। ইউনিট একাউন্টস ১৩। ইউনিট এমটি ১৪। ইউনিট হেডকোয়াটার্স ১৫। হিসাব বহর ১৬। ইউনিট সিকিউরিটি ফ্লাইট ১৭। হিসাব রক্ষণ বহর ও অধিনস্থ ১৮। সরবরাহ স্কোয়াড্রন ১৯। ৯ স্কোয়াড্রন ২০। ৩১ স্কোয়াড্রন ইত্যাদি।

করোনাভাইরাসের বিস্তার রোধে এখনই ডাউনলোড করুন Corona Tracer BD অ্যাপ। ডাউনলোড করতে ক্লিক করুন https://bit.ly/coronatracerbd। নিজে সুরক্ষিত থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। দেশের প্রথম ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম 'একদেশ'- এর মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিন নির্বাচিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। ভিজিট করুন ekdesh.ekpay.gov.bd অথবা “Ek Desh” অ্যাপ ডাউনলোড করুন। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে ডাক্তারের পরামর্শের জন্য ফ্রি কল করুন ৩৩৩ ও ১৬২৬৩ নম্বরে। করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করুন। আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন। ভিজিট করুন corona.gov.bd

ভিডিও ও ম্যাপ