English
  • Picnic2023
  • SFC Air  Good Reminder
  • SFC Air 2023
  • 51 Years Porti
সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার) এর কার্যালয় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)
মেনু নির্বাচন করুন

এসএলএ জহুর এর কার্যাবলী

বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক প্রস্তুতকৃত Equipment Accounts ও রসদ সমূহের উপর নিরীক্ষা পরিচালনার জন্য দিক নির্দেশনা সম্বলিত এলএও হ্যান্ডবুকের অনুচ্ছেদ-১৭ মোতাবেক এসএলএ কর্তৃক কোয়ার্টারলী নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করে তা পূর্ববর্তী কোয়ার্টারের ২য় মাসের ২০ তারিখের মধ্যে এসএফসি (বিমান বাহিনী) মহোদয়ের অনুমোদনের জন্য পেশ করতে হয়। সে অনুযায়ী এলএও হ্যান্ড বুক এর অনুচ্ছেদ-১৫ মোতাবেক বিমান বাহিনীর ঘাঁটি সমূহের নিরীক্ষাযোগ্য রেকর্ডপত্র কোয়ার্টালী একবার অডিট করতে হয়। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাহিলে কোয়ার্টালী নিরীক্ষার ব্যবস্থা রেখে বাৎসরিক অডিট প্লান প্রস্তুত করে এসএফসি (বিমান বাহিনী) মহোদয়ের অনুমোদন নেয়া যেতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনীর আওতায় নি¤েœবর্ণিত বেসসমূহ রহিয়াছে।

ক) বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম।    খ) বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার।

একটি বেসের আওতায় সুষ্ঠ কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে কয়েকটি উইং থাকে। তদ্রæপ উইং এর আওতায় ইউনিট থাকে। নি¤েœ বেসের আওতায় উইং ও ঘাঁটি ইউনিটের নাম উল্লেখ করা হইল। যেমনঃ প্রশাসনিক উইং, পরিচালনা উইং, ফ্লাইং উইং, অবস্ উইং, মেইনটেনেন্স উইং ইত্যাদি। উইং এর আওতায় ইউনিটগুলোর নাম নি¤েœ উল্লেখ করা হইলঃ

১। বেস হেড কোয়াটার ২। অপস উইং ৩। এটিসি স্কোয়াড্রন ৪। মেট স্কোয়াড্রন ৫। সার্জেন্ট মেস ৬। এয়ার মুভমেন্ট ফ্লাইট ৭। ফ্লাইট উইং হেড কোয়াটার ৮। কন্ট্রোল স্কোয়াড্রন ৯। এয়ার ক্রাফট ইঞ্চিন স্কোয়াড্রন ১০। ফিন্ড মেইনটেন্সেস স্কোয়াড্রন ১১। আর্মামেন্ট স্কোয়াড্রন ১২। মেডিকেল স্কোয়াড্রন ১৩। জি এসটি ফ্লাইট ১৪। ২১ স্কোয়াড্রন ১৫। এডমিন উইং ইত্যাদি।

ভিডিও ও ম্যাপ